Last Updated: Monday, March 4, 2013, 18:24
ভয়ঙ্কর বিপর্যয়ের হাত থেকে বেঁচে গেল কলকাতা। গতকাল ভোররাতে, উল্টোডাঙা-বাইপাস সংযোগকারী উড়ালপুলের একাংশ ভেঙে পড়ে। উপর থেকে ছিটকে পড়ে মার্বেলবোঝাই একটি ট্রেলার। ট্রেলারের চালক ও দুই খালাসি গুরুতর জখম হয়েছেন।